মাথাভাঙা, ২৫ মার্চঃ রবিবারের সকাল শুরু হতেই বাইসনের আতঙ্ক গোটা এলাকায়। মাথাভাঙা ২ ব্লকের হিন্দুস্থান মোড় এলাকার ঘটনা। প্রথমে ৩টি বাইসন দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনবিভাগের মাথাভাঙা রেঞ্জ এবং গোকসাডাঙা থানার পুলিশ। খবর দেওয়া হয় বনবিভাগের ট্রাঙ্কুলাইজিং টিমকে। বাইসনের গুঁতোয় আহত হন বেশ কয়েকজন এলাকাবাসী। গুরুতর জখম হন রানি বিশ্বশর্মা(৩২)। মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বনবিভাগের নাগুরহাট রেঞ্জ থেকে ট্রাঙ্কুলাইজিং টিম এসে ২টি বাইসনকে উদ্ধার ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করতে সক্ষম হয়েছে। বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার বাবলু দাস জানান, একটি বাইসনকে কাটুয়াবাড়ি এবং অন্যটিকে মানাবাড়ি থেকে বাইসন দুটিকে ধরা হয়েছে। বাইসনদুটিকে জলদাপাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। অন্য বাইসনচি জয়ন্তীরহাট এলাকায় ঢুকে পড়েছে। তার খোঁজে চলছে তল্লাশি।
তথ্য ও ছবিঃ বিশ্বজিৎ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G3Sger
March 25, 2018 at 03:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন