কলম্বো, ০৮ মার্চ- ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে কলম্বোর প্রেমাদাসার মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সর্বশেষ সিরিজের বাংলাদেশ টি-টোয়েন্টি একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আরিফুল হক। প্রায় পাঁচ মাস পর মাঠে নামছেন লিটন দাস। আবারও সুযোগ মিলেছে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেই অবশ্য ফিরেছেন সাকিব আল হাসান বদলি এই অলরাউন্ডার। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই লড়াইয়ে নামছে ভারত। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ভারত। তবে বাংলাদেশ দলের মুখোমুখি হওয়ার আগে ভারত একটু এগিয়েই থাকছে মানসিক ভাবে। দুই দল এক অপরের বিপক্ষে মোট মাঠে নেমেছে পাঁচবার। পাঁচ টি-টোয়েন্টির লড়াইয়ে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। আর দুই দলের মুখোমুখি হওয়া শেষ ম্যাচটায় তো ব্যাঙ্গালুরুতে শেষ বলের নাটকীয়তায় এক রানে হেরেছিল লাল-সবুজের দল। বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাজমুল ইসলাম অপু। এমএ/ ০৭:৩০/ ০৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ic2pTN
March 09, 2018 at 01:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন