গেট-এ শীর্ষে যাদবপুরের চার পড়ুয়া

কলকাতা, ২০ মার্চঃ সর্বভারতীয় পরীক্ষা গেট-এ গোটা দেশের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন যাদবপুরের চার পড়ুয়া৷ এঁদের মধ্যে এক জন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশনে সারা দেশে প্রথম হয়েছেন৷ দু’জন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দেশের মধ্যে তৃতীয় ও নবম স্থানে আছেন৷

ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর ও গবেষণা ক্ষেত্রে গেট সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যাদবপুরের চার কৃতী পড়ুয়াই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র৷ বর্ধমানের বাসিন্দা অর্ণব অধিকারী ইলেকট্রনিক্সে প্রথম হয়েছেন৷ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেশের মধ্যে ষষ্ঠ হয়েছেন লোহিত কয়াল৷ কম্পিউটার সায়েন্সের ছাত্র সাহিল পাণ্ডে দেশের মধ্যে তৃতীয় হয়েছেন। চন্দ্রাশিস মজুমদার ইলেকট্রনিক্সের ছাত্র হয়েও কম্পিউটার সায়েন্সে পরীক্ষা দিয়ে নবম স্থান পেয়েছেন৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HMUUS6

March 20, 2018 at 12:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top