বাজারে এলো ‘উত্তরের বাতায়ন চাঁপাই নবাবগঞ্জ’

চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে লেখা ৭ শ পৃষ্ঠার গ্রন্থ ‘উত্তরের বাতায়ন চাঁপাই নবাবগঞ্জ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, গ্রন্থের লেখক জাহাঙ্গীর সেলিম, গৌড় বাংলা’র সম্পাদক হাসিব হোসেন, কবি ও সাহিত্যিক ড. শহীদ সারওয়ার আলো, এ্যাড. আবু হাসিব, সাইফুল বারী সুমন, এনামুল হক তুফান, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয় নিয়ে ‘উত্তরের বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ’ নামে গ্রন্থটি চাঁপাইনবাবগঞ্জবাসীসহ সকলের কাছে পৌছে দেয়ার জন্য লেখক জাহাঙ্গীর সেলিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বিশাল এই গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ৭ শ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৩-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2talTVg

March 02, 2018 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top