ঢাকা, ১৩ মার্চ- আগামী বুধবার (১৪ মার্চ) নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাবার জন্য রাস্তা কিছুটা প্রসার হবে। প্রথম ম্যাচে ছয় ব্যাটসম্যান তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামে টিম-টাইগাররা। দ্রুত উইকেট হারানোর পর সেদিন মনে হয়েছিল এক জন ব্যাটসম্যান কম রয়েছে দলে। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য, অভাবনীয়, অবস্মরণীয়। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পায় বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা। মুশফিকুর রহীমের অবিশ্বাস্য এক ইনিংসে ঘরের মাঠের শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কোনো পরিবর্তন না এনেই জয় পায় টাইগাররা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টিম-বাংলাদেশ। একাদশ থেকে বাদ পরতে পারেন পেসার তাসকিন আহমেদ। একাদশে খেলার সুজোগ পেতে পারেন আবু জায়েদ রাহি। বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pfj4gy
March 14, 2018 at 06:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top