চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নাধীন ফুলদিয়াড়ী গ্রামে শুক্রবার দিবাগত রাত পৌনে ৫টার দিকে অগ্নিকান্ডে ২টি বাড়ির ৬ ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে য়তির পরিমান প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মৃত মোকবুল হোসেন বিধবা স্ত্রী ও তার ছেলে এমরান আলির বাড়িতে।
দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, ফুল দিয়াড়ী গ্রামে এমরান আলির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এমরান আলি ৩টি ঘর ও তার মার তিন টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। এ সময় একটি গরু, ৪টি ছাগল ও দেড়শ টি হাঁসমুরগী পুড়ে মারা গেছে। তাতে য়তির পরিমান হয়েছে প্রায় ৬ লাখ টাকা।
শিবগঞ্জ ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৫টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি এবং পার্শবর্ত বাড়ির প্রায় ৩লাখ টাকার মালামাল উদ্ধার করি। তিনি আরো জানান এ সময় ঐ বাড়ির ২টি ছাগল ও কিছু হাঁসমুরগী পুড়ে মারা গেছে। তাদের য়তি হয়েছে প্রায় ২লাখ টাকার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৩-১৮
দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, ফুল দিয়াড়ী গ্রামে এমরান আলির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এমরান আলি ৩টি ঘর ও তার মার তিন টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। এ সময় একটি গরু, ৪টি ছাগল ও দেড়শ টি হাঁসমুরগী পুড়ে মারা গেছে। তাতে য়তির পরিমান হয়েছে প্রায় ৬ লাখ টাকা।
শিবগঞ্জ ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৫টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি এবং পার্শবর্ত বাড়ির প্রায় ৩লাখ টাকার মালামাল উদ্ধার করি। তিনি আরো জানান এ সময় ঐ বাড়ির ২টি ছাগল ও কিছু হাঁসমুরগী পুড়ে মারা গেছে। তাদের য়তি হয়েছে প্রায় ২লাখ টাকার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৩-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2INqeBk
March 24, 2018 at 09:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন