ঢাকা, ২২ মার্চ- সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন ফর্মেটে উন্নতি করেছে বাংলাদেশ দল। টাইগারদের এই উন্নতি অনেকের সহ্য হচ্ছে না। হেরে যাওয়ার ভয়ে বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাচ্ছে না তারা। এফটিপি অনুসারে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের সিরিজ খেলার কথা রয়েছে এ বছর। কিন্তু নানান অজুহাতে সেই সিরিজ পিছিয়ে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বছর আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেললে অস্ট্রেলিয়া নাকি আর্থিকভাবে লাভের মুখ দেখতে পায় না। এই অজুহাতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না। টেস্টের পরিবর্তে অস্ট্রেলিয়াকে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। এনিয়ে বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলবে না বলে জানিয়েছে। কিন্তু আমরা টেস্টের পরিবর্তে আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। আশা কির ইতিবাচক কিছু হবে। বাংলাদেশে সর্বশেষ সফরে দুই টেস্ট সিরিজে ১-১ ড্র করে অস্ট্রেলিয়া। সূত্র: যুগান্তর এমএ/ ১১:৩৩/ ২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IKTUzd
March 23, 2018 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top