মেঘালয়েও সরকার গঠনের পথে বিজেপি

শিলং, ২৪ মার্চঃ জিতেও কংগ্রেসের হাতছাড়া হতে যাচ্ছে মেঘালয়। রবিবার ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি(ইউডিপি) জানিয়েছে, কংগ্রেসকে নয়, তারা সরকার গঠনে সমর্থন করবে ন্যাশনাল পিপলস পার্টিকে। নির্বাচনে ১৯টি আসন জিতেছে এনপিপি। কংগ্রেস পেয়েছে ২১টি আসন। এদিকে মাত্র ২টি আসনে জয় পেয়েছে বিজেপি।

রবিবার রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়ে এসেছেন এনপিপি প্রধান কনরাড সাংমা। ৬ মার্চ শপথগ্রহণের সম্ভাবনা।

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পিএ সাংমার পুত্র কনরাড এনপিপি-র প্রতিষ্ঠাতা।

বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও বিজেপি-র হিমন্ত বিশ্ব শর্মা সরকার গঠনের জন্য সমর্থন চেয়ে দেখা করেন ইউডিপি-র প্রেসিডেন্ট ড. ডনকুপার রায়ের সঙ্গে। তবে বাজি মারলেন হিমন্ত বিশ্ব শর্মা। নিজেদের অবস্থানে অনড় থেকে এনপিপি নেতা কনরাড সাংমার মুখেই হাসি ফোটাল ইউডিপি।

বিজেপি বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মা জানান, নতুন সরকারে কোনো উপমুখ্যমন্ত্রী থাকবেন না। জানা গিয়েছে, কনরাডের মন্ত্রিসভায় একজন বিজেপি বিধায়ক থাকবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oPqfvl

March 04, 2018 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top