সুরমা টাইমস ডেস্কঃ বহুল আলোচিত ঘটনার প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী টোকাই হীরন গত কাল রাত আনুমানিক ৯:১৫ মিনিটের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ উপশহরস্থ তেররতন বাজারে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত টোকাই হীরন (২২) মামলার ৭ নং আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে শাহপরান (রহ:) থানায় নিয়ে যায়। মামলার বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেন।
যুবলীগের জাকিরুল আলম জাকিরের অনুসারী কক্টেল সাব্বিরের নির্দেশে টোকাই হীরন একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী নিয়ে তেররতন বাজারে অস্ত্র মহড়া দেয় আর ঠিক সেই সময় এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সমঝোতার উদ্দেশ্যে যুবলীগ কর্মী মিন্নত আলী এগিয়ে এলে তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর ভাবে আহত করে কক্টেল সাব্বিরের সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, কক্টেল সাব্বির বহুদিন ছাত্রদলের রাজনীতিতে একনিষ্ঠ ভাবে জড়িত ছিল এমনকি আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন ভাংচুর কর্মসূচিতে অংশগ্রহণও করেছিল। বর্তমানে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর নিজের পিঠ বাঁচাতে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে। এখন ছাত্রলীগের উচ্চপর্যায়ের কয়েকজন নেতার নাম ব্যাবহার করে বিভিন্ন কায়দায় ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এলাকার নিরীহ মানুষদের উপর একের পর এক মিথ্যা মামলা-হামলা দিয়ে হয়রানি করছে। এতে আওয়ামী সরকারের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে এলাকাবাসী জানায়। যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কক্টেল সাব্বিরের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করার দাবী এলাকাবাসীর।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2G1FZ5Y
March 23, 2018 at 02:45AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন