রাজপথে কাফনের কাপড় পরে শাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক::     সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা নগরীর চৌহাট্টায় রাস্তায় বসে, দাঁড়িয়ে ও শুয়ে অবস্থান নেন। এ সময় শ্লোগাণে শ্লোগাণে উত্তাল হয়ে ওঠে পুরো শহীর মিনার ও আশপাশের এলাকা।

এর আগে আজ (২৭শে মার্চ)মঙ্গল বার সকাল ৯টায় শাবি ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর পায়ে হেঁটে শাবি ক্যাম্পাসে থেকে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা।

শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শহীদ মিনার এলাকায় অবস্থান শেষে তারা সিলেট জেলা প্রমাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত রবিবার রাতে দক্ষিণ সুরমার ক্বীনব্রীজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি ছাত্র মাহিদ নিহত হয়।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2ulSUyr

March 27, 2018 at 04:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top