ডোকলাম নিয়ে ভারতকে হুঙ্কার চিনের

বেজিং, ২৭ মার্চঃ ডোকলাম নিয়ে দিল্লির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল চিন। চিনের বিদেশ মন্ত্রক বলেছেন,‘গত বছর ডোকলাম নিয়ে যে ঘটনা ঘটেছে, তা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত।’ জানা গিয়েছে, ডোকলাম কাণ্ডের জন্য চিনকেই দায়ী করেছেন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বামবাওয়ালে।

এমনিতেই বিভিন্ন ইস্যুতে দু’দেশের মধ্যে চাপানউতোর চরমে। তার উপর ডোকলাম নিয়ে চিনের মন্তব্য যে নতুন করে দিল্লির ক্ষোভ বাড়াবে, তাতে সন্দেহ নেই। অনেকেই মনে করছেন, ডোকলাম নিয়ে চিন নতুন করে দাবি জানানোয় অশান্তির আশঙ্কা প্রবল হচ্ছে। ভারতের মিত্র দেশ ভুটানের দাবি, ডোকলাম তাদের। কিন্তু এর অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে চিন এই এলাকা নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল বলে অভিযোগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ga6Ssx

March 27, 2018 at 12:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top