গয়েরকাটা, ২১ মার্চঃ চা বাগানের শ্রমিক বিক্ষোভকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল বুধবার। ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। এদিন হলদিবাড়ি চা বাগানের প্রায় ছয় হাজার স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী।
চা বাগানের ম্যানেজার বিবেক মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন। শ্রমিকদের আবাসন বানিয়ে দিচ্ছেন না। এমনকি তিনি শ্রমিকদের ছুটি দিতে চান না। এমন বিস্তর অভিযোগ নিয়ে শ্রমিকরা ম্যানেজারকে বিক্ষোভ দেখায়।
ম্যানেজারকে ৭ কিলোমিটার পায়ে হাটিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, পুলিশ ভ্যানে ম্যানেজারকে উঠতে বাধা দেন শ্রমিকরা।
শ্রমিকদের ক্ষোভের আচ এতটাই ছিল যে তারা ম্যানেজারকে পুলিশ যখন নিয়ে যায় তখন বানারহাট থানা ঘেরাও করার কর্মসূচি ও নেন তারা। যদিও বিরাট পুলিশ বাহিনী তাদের গয়েরকাটা–বানারহাট রাজ্য সড়কেই আটকে দেয়। ম্যানেজারকে এখন বানারহআট থানাতেই রাখা হয়েছে।
তথ্য ও ছবিঃ জিষ্ণু চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FTcmrC
March 21, 2018 at 03:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন