মুম্বই, ২২ মার্চঃ সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরকে অসম্মান করার অভিযোগে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে রাজস্থান পুলিশকে এফআইআর করার নির্দেশ দিল যোধপুর আদালত। হার্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি টুইটারে আম্বেদকারের বিরুদ্ধে অপমানকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে যোধপুরের আদালতে মামলা করেন রাষ্ট্রীয় ভীমসেনার সদস্য ডিআর মেগাওয়াল। মেগাওয়ালের অভিযোগ, ২০১৭ সালের ২৬ ডিসেম্বরে করা ওই হার্দিক তাঁর টুইটে শুধুমাত্র অম্বেদকরের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেননি, সেই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লেকেরদের ভাবাবেগেও আঘাত করেছেন। ওই টুইটে হার্দিক লিখেছিলেন, ‘কে এই অম্বেদকর? যিনি ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করেছিলেন এবং ক্রস ল’নামে এক আইনও বানান অথবা যিনি সংরক্ষণ নামক ব্যাধির জন্ম দিয়েছিলেন!’ মেগাওয়ালের বক্তব্য, এ ধরনের মন্তব্য করে হার্দিকের মত জনপ্রিয় ক্রিকেটার শুধু যে সংবিধান ও সংবিধান প্রণেতার ইচ্ছাকৃত অসম্মান করেছেন তাই নয়, অম্বেডকর যে সমাজের মানুষ তার আবেগেও আঘাত করেছেন। এ জন্য হার্দিকের যথেষ্ট শাস্তি হওয়া উচিত বলে নিজের আবেদনে বলেছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2puQ70Q
March 22, 2018 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন