কৃষকদের অর্থসাহায্য তামিলনাড়ু সরকারের

চেন্নাই, ২৩ মার্চঃ তামিলনাড়ুর কৃষকদের অর্থসাহায্য করছে রাজ্য সরকার। তামিলনাড়ুর  দিন্দিগুল জেলার কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫ আর ১০ টাকার চেক। দিন্দিগুল কেন্দ্রীয় সমবায় ব্যাংক ইস্যু করেছে চেকগুলি।

কৃষি বিমা যোজনার আওতায় ধান উৎপাদনে লোকসান হলে কৃষকরা একর প্রতি ২৬,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। জোয়ারের ক্ষেত্রে ২০,০০০ টাকা ও ডালে ১২,০০০ টাকা। কৃষকরা দাবি করেছেন, খরার জন্য তাঁদের ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দিতে হবে। কাবেরী নদীর জল পেতে ম্যানেজমেন্ট বোর্ড গঠনের জন্যও কেন্দ্রকে অনুরোধ করেছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HWjAHL

March 23, 2018 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top