মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা শিগগিরই ঘোষনা হচ্ছেন এমন খবরে দেশে ও যুক্তরাজ্য প্রবাসীরা প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করতে দৌড়ঝাপ শুরু করেছেন। নির্বাচন আসার আগেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারনা করেছেন বিভিন্নভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে যাচ্ছেন। উপজেলার সবত্রই চলছে পৌরসভা নির্বাচন নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা। নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দেশে আসতে শুরু করেছেন। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আবদুর রব সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আগমন করেন। বিশ্বনাথ পৌরসভা ঘোষনা না হলেও উপজেলা সদরে পৌরসভার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি রয়েছেন। তারা প্রবাস থেকে দেশে থাকা আত্বীয় স্বজনের মাধ্যমে পৌরসভার পদপ্রার্থীর হওয়ার ঘোষনা দিয়ে আসছেন। পৌরসভা ঘোষনা হওয়ায় মাত্রই ওই প্রবাসী মেয়র পদপ্রার্থীরা দেশে ছুটে আসবেন বলে জানাগেছে। দলীয় সমর্থন পেতে শুরু হয়েছে দৌড়ঝাপ। প্রার্থী হওয়ার জন্য প্রবাস থেকে আসছেন অনেকেই। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়ার কারণে রাজনৈতিক, সামাজিক, খেলা, বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারনার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসী মেয়র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, বিশ্বনাথ উপজেলা পৌরসভা গঠনের লক্ষে বিশ্বনাথ শহর হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। চলিত বছরের যেকোনো দিন বিশ্বনাথ পৌরসভার গেজেট প্রকাশ হতে পারে। তারপর যেকোনো দিন ঘোষনা হতে পারে বিশ্বনাথ পৌরসভা এমটাই সংশ্লিষ্ট কর্মকর্তা সঙ্গে আলাপ করে জানাগেছে। তবে পৌরসভা নির্বাচন আসার আগেই সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীরা দীর্ঘদিন ধরে মাঠে প্রচার-প্রচারনা শুরু করেছেন। বিশ্বনাথ শহর ভিত্তিক গেজেট প্রকাশের বিষয়টি ইতি মধ্যে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। তিনি বলেন, এখনও পৌর সভার গেজেট প্রকাশ হয়নি। আর কিছু ধাপ বাকি রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার ও উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়নের লক্ষে শহর হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ গেজেট রেজিস্টার নং ডি এ-১ প্রকাশিত বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়নের ২২টি মৌজা নিয়ে এ গেজেট প্রকাশ করা হয়।
বিশ্বনাথ ইউনিয়ের আহমদাবাদ মৌজা, পূর্ব জানাইয়া মৌজা, বিদাইলসুপানি মৌজা, কানাইপুর মৌজা, মজলিস ভোগশাইল মৌজা, চান্দসিরকাপন মৌজা, মিরেরচর মৌজা, মশুল্লা মৌজা, সেনারগাঁও মৌজা, ধোপাখোলা মৌজা, তাজপুর মৌজা। দেওকলস ইউনিয়নের আলাপুর মৌজা, ধোপাখোলা মৌজা, দত্তা। অলংকারী ইউনিয়নের পূর্ব জানাইয়া, কামালপুর, ভাগমতপুর, অলংকারী। দৌলতপুর ইউনিয়নে দূযার্কাপন, চরচন্ডি। রামপাশা ইউনিয়নের পশ্চিম জানাইয়া, মশুল্লা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষনা আসতে পারে বিশ্বনাথ পৌরসভা। তবে সহসাই কোন নির্বাচন না হওয়ার কারণে মেয়র বা কাউন্সিলর পদে কারোও বসার সুযোগ থাকবে না। গত বছর দুয়েক ধরে একাধিক প্রার্থী প্রচার প্রচারনা করে নিজেদের পরিচিত করতে প্রাণপন চেষ্টা চালিয়ে আসছেন।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমানে প্রবাসী প্রার্থী যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন কমিটি বিশ্বনাথের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী হাজী মো.সুনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলী, রইছ আলী, শামছুল আলম ছরকুম, কবির মিয়া, পৌরসভা বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্যের আহবায়ক আকদ্দুছ আলী, যুক্তরাজ্য প্রবাসী এমএ রব, জয়নাল আবেদিন, আব্দুর রহিম রঞ্জু, সেবুল মিয়া, আবুল কালাম শাহ। তবে প্রবাসী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
এব্যাপারে স্থানীয় ব্যবসায়ী জামাল মিয়া বলেন, নির্বাচনের খবর নেই। তবে প্রবাসী প্রার্থীদের ঘুম নেই। প্রতিদিন মেয়র পদে নতুন নতুন প্রবাসী প্রার্থীর নাম শুনা যাচ্ছে।
শিক্ষক ফখরুল ইসলাম বলেন, পৌরসভার নির্বাচনে কবে হবে তার কোন খবর নেই। কিন্তু প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন কিছুটা তুঙ্গে।
যুক্তরাজ্য থেকে মেয়র পদপ্রার্থী তৈমুছ আলী বলেন, পৌরসভা ঘোষনার পরপরই দেশে ফিরে আসব। তিনি প্রস্তাবিত পৌরসভার মেয়র পদপ্রার্থী বলে জানান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুল হাই বলেন, দলের অনেক একাধিক প্রার্থী রয়েছেন মেয়র পদে। তবে পৌরসভা নির্বাচন হলে দলীয়ভাবে একক প্রার্থী দেয়া হবে। দলের সিন্ধান্ত মোতাবেক প্রার্থী ঘোষনা করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান বলেন, পৌরসভা হওয়ার উপযোগী শহর বিশ্বনাথ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষনার বাকি রয়েছে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, পৌর সভার ঘোষনা সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই বিশ্বনাথ পৌরসভা ঘোষনার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2FepGCw
March 05, 2018 at 11:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন