মুম্বাই, ০৭ মার্চ- কিছুদিন আগে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমে ইরফান খান জানিয়েছেন, তিনি বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন। যদিও রোগ সম্পর্কে বিস্তারিতভাবে সে পোস্টে কিছুই জানাননি এই তারকা। তবে তাঁর ভক্তদের আশ্বস্ত করেছিলেন, শিগগিরই ভক্তদের কাছে সবকিছু খুলে বলবেন তিনি। তাঁর রোগ নিয়ে গুজব না ছড়াতেও অনুরোধ করেন ইরফান। কিন্তু রোগ নিয়ে ইরফানের এই লুকোচুরি গুজবকে আরো ডালপালা মেলার সুযোগ করে দিয়েছে। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, গুজব রটেছে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে ইরফান খান এখন মুম্বাইয়ের একটি হাসপাতালে রয়েছেন। তবে সে গুজব উড়িয়ে দিয়েছেন ভারতের বাণিজ্য বিশ্লেষক এবং ইরফানের ঘনিষ্ঠ বন্ধু কোমল নেহতা। টুইটারের একটি পোস্টে কোমল লিখেন, যদিও ইরফান খান অসুস্থ, কিন্তু তাঁকে নিয়ে ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে গুজব ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্যি নয়। একইভাবে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরটিও মিথ্যা। ঈশ্বরের কৃপায় ইরফান দিল্লিতে রয়েছেন এবং এটাই একমাত্র সত্য। আরও পড়ুন:ইরফান খান কঠিন রোগে আক্রান্ত! কয়েক দিন আগে দেওয়া পোস্টে ইরফান লিখেন, একেক সময় জীবন অপ্রত্যাশিত ঝটকা দিয়ে আপনাকে জাগিয়ে তোলে। গত ১৫ দিন ধরে জীবনকে একটা রহস্যের মতো মনে হচ্ছে। বিরল গল্পের খোঁজ নিতে গিয়ে আমি যে নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনো ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়াই করে যাব। আমার বন্ধু এবং পরিবার আমার সঙ্গে রয়েছে এবং যতটুকু সম্ভব সেরা উপায়ে তা সমাধানের চেষ্টা করব। এ সময়ে দয়া করে কোনো গুজব রটাবেন না। আমিই আপনাদের এক সপ্তাহ-দশ দিনের মধ্যে আসল তথ্য জানিয়ে দেবো, যখন অধিকতর তদন্ত এবং চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন আমার হাতে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাদের শুভকামনায় রাখুন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ইরফান খান অভিনীত চলচ্চিত্র ব্ল্যাকমেইল। ছবিটি পরিচালনা করেছেন অভিনয় দেও। চলতি বছরের ৬ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমএ/ ০২:৫৫/ ০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oQ0Oed
March 07, 2018 at 09:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top