ঢাকা, ২৫ মার্চ- ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে সচরাচর ফেসবুক লাইভে পাওয়া যায় না। অনেক দিন পরেই বিশেষ একটি উদ্দেশ্যে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন শুভ। গাড়ি ড্রাইভিং করতে করেতে ভক্তদের সঙ্গে চার মিনিটি লাইভে ছিলেন ঢাকা অ্যাটাক খ্যাত এই নায়ক। হঠাৎ চার মিনিটের জন্য লাইভে আসার কারণ কী? শুভর মুখ থেকেই জানা যাক বিষয়টি। লাইভে এসে শুভ বললেন,এই সুন্দর তপ্তদিনে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি একটা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে আপনারা দুই মিনিট দিলে খুব খুশি হবো। আগামী ৩০ মার্চ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড। যেখানে আমার ছোট্ট একটি নোমেনিশন আছে। ঢাকা অ্যাটাক সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে। ঢাকা অ্যাটাক আমার করা সেরা কাজ। আমি বিশ্বাস করি আরও ভালো কিছু করতে পারবো। এই প্রথম মনে হয় কোনো রিকোয়েস্ট করার জন্য লাইভে এলাম। যদি আপনারা চান আমার নোমেনিশনটা হাতে আসুক। আমি সেই সম্মানে সম্মানিত হই, সাথে সাথে আপনারাও সম্মানিত হন। তাহলে আমাকে ভোট করতে পারেন। আজকেই ভোটিং এর শেষ দিন। আরও পড়ুন: সেই রাতের কথা ভাবলে এখনো গা শিউরে উঠে : ববিতা আরিফিন শুভ আরও বলেন,আমার পাগল ফ্যানদের অনুরোধে লাইভে আসলাম। যারা এখনো ভোট করেন নি তার প্লিজ ভোট করেন, যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয়।যদি মনে করেন আমার অপুপ্রেরণার প্রয়োজন আছে। যে অনুপ্রেরণা সাথে নিয়ে আমি সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করবো। ভেঙে পড়বনা, ধর্য হারা হবো না। ঝড় ঝাপটার মধ্যেই দাড়িয়ে থাকবো। ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন তাদের, ঢাকা অ্যাটাক যারা সফল করেছেন তাদের। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। সামনে আরও ভালো কিছু করবো ইনসাআল্লাহ। লাভ ইউ বলে ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে লাইভ শেষ করেন শুভ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শুভর অভিনীত একটি সিনেমার গল্প ছবিটি। নায়ক আলমগীর পরিচালিত এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতৃপর্ণা। আসছে ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G3pv1s
March 25, 2018 at 11:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top