কলকাতা, ২৯ মার্চ- রাজারহাটে জমির পজিশন নিল ইনফোসিস৷ বুধবার এ কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ ইনফোসিস রাজ্যে আসায় প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও তিনি জানিয়েছেন৷ গত বছরই রাজ্যে ইনফোসিসের আগমনের খবর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছিলেন, ইনফোসিসকে ৫০ একর জমি দেওয়া হয়েছে৷ তাদের একশো কোটি টাকা বিনিয়োগ করার কথা৷ সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, ইনফোসিসকে স্পেশাল ইকোনমিক জোন বা সেজ দেওয়া হচ্ছে না৷ বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মে মাসের মধ্যে তারা প্ল্যান জমা দেবে বলেছে৷ ওরা প্ল্যান জমা দিলেই আমরা খুব তাড়তাড়ি ছাড়পত্র দিয়ে দেব৷ আরও পড়ুন: অস্ত্র মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিমবঙ্গ রাজ্যে ইনফোসিসের বিনিয়োগ নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা চলছিল৷ সেজ না পেলে কোনও বিনিযোগ নয় বলে জানিয়েছিল ইনফোসিস৷ রাজ্য সরকারও সেজ দিতে রাজি ছিল না৷ অবশেষে সেই সমস্যার সমাধান হল৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:১০/২৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GkKQPY
March 29, 2018 at 04:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন