হায়দরাবাদ, ২৯ মার্চ- আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন। বল টেম্পারিংকাণ্ডের জেরে ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ। খেলতে পারবেন না আইপিএল। তাই কিউই অধিনায়কের উপরেই আস্থা রাখল হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি। হায়দরাবাদের প্রধান নির্বাহী কে শানমুগাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ তিনি টুইট করে জানিয়েছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কেন উইলিয়ামসনকে ২০১৮ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে। ২০১৫ আইপিএল থেকে হায়দরাবাদে খেলছেন উইলিয়ামসন। ১৫ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে করেছেন ৪১১ রান। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড অধিনায়ক, আমি এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করছি। প্রতিভাবান সব খেলোয়াড়ের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আরও পড়ুন:হায়দরাবাদে ওয়ার্নারের জায়গায় তামিম? কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় কাল নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হন ওয়ার্নার। কলঙ্কিত এই ঘটনায় এক বছর নিষিদ্ধ হন স্টিভ স্মিথও। পরে দুজনকেই এবারের আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন স্মিথ। নিষিদ্ধ হওয়ার আগে তিনিও নেতৃত্ব ছাড়েন। এমএ/ ০৭:৪৪/ ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GnIr6Z
March 30, 2018 at 01:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top