বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরিকাহত জাফর ইকবাল

ঢাকা, ৩ মার্চঃ  ছুরিকাহত হলেন বাংলাদেশের লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবাল। শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলা চালানো হয় জাফর ইকবালের ওপর। জানা গিয়েছে, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র তাঁর ওপর হামলা চালায়। জাফর ইকবালকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অভিযুক্ত ছাত্রকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে আটকে রাখেন অন্য পড়ুয়ারা। ঘটনার পরই বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয় পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রবীণ এই অধ্যাপকের শারীরিক অবস্থা স্থিতিশীল।  ড. জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বহু বিখ্যাত বইও লিখেছেন তিনি। শাহবাগ আন্দোলনের সময়ও এই অধ্যাপক ঢাকার রাস্তায় নেমে আন্দোলনকে সমর্থন করেছিলেন। বাংলাদেশে বুদ্ধিজীবীদের ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগে বেশ কয়েকজন মুক্তমনা ব্লগারকে খুন হতে হয়েছিল মৌলবাদীদের হাতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2I2PTpl

March 03, 2018 at 07:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top