জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গোলায় ধান তুলতে ত্রিপাল কেনার ধুম পড়েছে। আসছে বৈশাখ মাসে ধান শুকানো ও মাড়াই করার জন্য প্লাস্টিক বস্তার তৈরী ছোট-বড় ত্রিপাল কেনা শুরু করে দিয়েছেন কৃষকরা।
এবার জগন্নাথপুরে বোরো ধানের ভাল ফলন হয়েছে। প্রকৃতি অনুকুলে থাকলে এবার বাম্পার ফসল কৃষকদের গোলায় উঠবে। আর মাত্র ২ সপ্তাহের মধ্যে জগন্নাথপুরে বোরো ধান টাকার ধুম পড়ে যাবে বলে স্থানীয় কৃষকদের মধ্যে অনেকে জানান।
এ জন্য কৃষকরা জমি থেকে ধান কেটে গোলায় তুলতে শ্রমিক সংগ্রহ সহ সব ধরণের উপ-করণ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই অংশ হিসেবে ত্রিপাল বেচা-কেনার ধুম পড়েছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2J1rv7X
March 28, 2018 at 10:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন