কলকাতা, ২৯ মার্চঃ মে মাসের প্রথম সপ্তাহেই হতে পারে এই রাজ্যের পঞ্চায়েত ভোট। একটি বাংলা সংবাদমাধ্যম সূত্রে জানা এই খবর জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, এপ্রিলের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। পঞ্চায়েত ভোট নিয়ে বৃহস্পতিবার সবকটি রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসতে চলেছেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। তিনদফায় পঞ্চায়েত ভোট হতে পারে। ১৬ মে-র মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যদিও কমিশন সূত্রে এখনও এই ব্যাপারে কিছু জানা যায়নি। ওই সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মে মাসে ভোটের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিযেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ীই ভোটের দিনক্ষণ ঠিক হতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pPdYaL
March 29, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন