কলকাতা, ০৯ মার্চ- ভারতীয় জনতা পার্টি(বিজেপি) ২০১৯ সালে ফিনিশ হয়ে যাবে বলে মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নারী দিবসের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, সারা ভারতের মা ও বোনদের কাছে আমার আবেদন, যদি আপনারা দেশ, সমাজ ও সংসার বাঁচাতে চান, তবে বিজেপিকে সরান। তারা যদি থাকে, তবে দেশে বিপদ থেকেই যাবে। তা নাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আপনাদের ছেলেমেয়েদেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। আরও পড়ুন: মমতাকে বিজেপির গুঁতো! মুখ্যমন্ত্রীর চেহারার বর্ণনায় অশালীন তোপ দিলীপের তিনি বলেন, শুধু হিন্দু বা মুসলমান নিয়ে দেশ চলে না। শুধু আগুন জ্বালিয়ে দিলেই হয় না। এই নারী দিবসে আমি মা ও বোনদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান। বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটি চিরকাল একাই লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে। যখনই কোনো আন্দোলন হয়েছে, নেতৃত্ব দিয়েছে বাংলা। সবার সঙ্গে থেকে এগিয়ে যাবে বাংলা। তাদের(বিজেপি) বিসর্জন দেবোই আমরা। তিনি বলেন, মহিলারা দিচ্ছে ডাক, বিজেপি চলে যাক। তারা যত দ্রুত সম্ভব, বিদায় নিক। বাংলার মানুষ, ভারতের মানুষ বাঁচুক। সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IaOpcR
March 09, 2018 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top