কথা বলবেন মোদি, সংগ্রহ করা হল ১৫ লক্ষের বেশি ফোন নম্বর-মেইল আইডি

নয়াদিল্লি, ২৪ মার্চঃ কাজ চলছে প্রধানমন্ত্রীর দপ্তরে গোটা দেশের ১৫ লক্ষেরও বেশি পড়ুয়ার ফোন নম্বর এবং ই মেইল আইডি পাঠানোর। কারণ এনসিসি ক্যাডেটদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছেন।

এনসিসির সব শাখায় প্রধানমন্ত্রীর অফিস থেকে খবর গিয়েছে, যাঁরা কলেজ পড়ুয়া, তাঁদের সকলের মোবাইল নম্বর ও ই মেইল আইডি তাদের ঠিকানায় পাঠাতে। মূলত দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গেই যোগাযোগ করতে চাওয়া হয়েছে।

দেশের ৭১৬টি জেলা থেকে সংগ্রহ হচ্ছে এই তথ্য। এনসিসি শাখাগুলিকে বলা হয়েছে, ক্যাডেটদের জানাতে, তাঁরা যেন নিজেদের স্মার্টফোনে নরেন্দ্র মোদি অ্যাপ ডাউনলোড করেন, তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের সুবিধে হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ক্যাডেটদের সঙ্গে কথা বলতে আগ্রহী প্রধানমন্ত্রী। শিঘ্রই জানিয়ে দেওয়া হবে ভিডিও কনফারেন্সের তারিখ। ৩০ মার্চের মধ্যে এই তালিকা পৌঁছতে হবে প্রধানমন্ত্রীর অফিসে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I0THXz

March 24, 2018 at 04:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top