ওয়াশিংটন, ৯ মার্চঃ বিদেশি, মূলত চিনা কোম্পানিগুলিকে ঠেকাতে বাণিজ্যে কঠোর শুল্কনীতি চালুর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর নতুন শুল্ক আরোপ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন বলেছেন, নতুন শুল্কনীতি চালু হলেও তা থেকে আপাতত কানাডা ও মেক্সিকোকে ছাড় দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, বিদেশি কোম্পানি গুলির জন্য মার্কিন অর্থনীতি ধ্বংস হতে বসেছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে আমদানি-রফতানি ব্যবসায় রাশ টানতে কড়া নিয়ম চালু করা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ttu2UR
March 09, 2018 at 08:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন