যাত্রা বাতিল হলে এবার মিলবে ট্রেনের টিকিট ট্রান্সফারের সুবিধা

নয়াদিল্লি, ৯ মার্চঃ যাত্রা বাতিল হলে এবার থেকে নিজের পছন্দ মতোই যাত্রীর নামে টিকিট বদল করা যাবে। এমনই নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল।

রেল মন্ত্রক জানিয়েছে, অগ্রিম ট্রেনের টিকিট কাটা হয়ে থাকলে যদি কোনও কারণে সেই যাত্রা বাতিল করতে বাধ্য হন। সেক্ষেত্রে টিকিট বাতিল না করে তা নিজের পরিবারের সদস্য অথবা অন্য কোনও যাত্রীর নামে ট্রান্সফার করা যাবে। তবে এরজন্য বেশ কিছু নিয়ম পালন করা বাধ্যতামূলক।

অন্যের নামে টিকিট ট্রান্সফার করতে হলে রেলের মুখ্য সংরক্ষণ পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে টিকিট ট্রান্সফার করার আবেদন জমা দিতে হবে। তবে মাত্র একবারই একটি টিকিটে নাম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

টিকিট বদল করার নিয়মাবলী কলেজ পড়ুয়া, এনসিসি ক্যাডেট, সরকারি কর্মী এবং বিয়েবাড়ির নিমন্ত্রিতদের জন্য কিছুটা শিথিল করা হবে বলেও জানিয়েছে রেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tuxlLx

March 09, 2018 at 06:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top