অকালে চলে গেলেন টেলি অভিনেতা করণ পারানজাপি

মুম্বই, ২৭ মার্চঃ মাত্র ২৬ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করণ পারানজাপি। গত ২৫ মার্চ মৃত্যু হয়েছে এই তরুণ অভিনেতার। কিন্তু তাঁর মৃত্যুর আসল কারণ কী তা এখনও জানা যায়নি। তবে প্রথমিক ভাবে মনে করা হচ্ছে, করণের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের ফলে।

জানা গিয়েছে, করণ তাঁর মায়ের সঙ্গেই মুম্বইয়ে থাকতেন। রবিবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ঘরে করণের দেহ পড়ে থাকতে দেখেন তাঁর মা। করণের মৃত্যুতে শোকস্তব্ধ টেলি জগত।

‘দিল মিল গ্যায়ে’র পাশাপাশি ‘সঞ্জীবনি’-র মত জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে করণকে। দিল মিল গ্যায়ে সিরিয়ালে করণের চরিত্রের নাম ছিল জিগনেশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ia567w

March 27, 2018 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top