কলম্বো, ১৯ মার্চঃ ব্যাট-বলের যুদ্ধে কাল জয় হয়েছে ভারতের। কিন্তু সব হার-জিতকে ছাপিয়ে গোটা দুনিয়া দেখলো ভারত এবং শ্রীলঙ্কার ভ্রাতৃত্ববোধ। ম্যাচের শেষ বলে ছক্কা মেরে দীনেশ কার্তিক আবার প্রমাণ করে দিলেন ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। মিয়াঁদাদের স্মৃতি উসকে দিয়ে কভারের উপর দিয়ে ফ্ল্যাট সিক্স। বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেটে জয়লাভ করে ভারত।
কিন্তু রবিবার এসবকে ছাপিয়ে প্রেমদাসায় নজির কারল ভারত এবং শ্রীলঙ্কার সমর্থকদের মধ্যে অবিশ্বাস্য ভ্রাতৃত্ববোধ।
নাগিন ডান্স নিয়ে গোটা সিরিজেই রেষারেষি ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। তারমধ্যে তথাকথিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ফাইনালে ওঠা আরও তাতিয়ে তুলেছিল শ্রীলঙ্কান সমর্থকদের। তাই এমন রোমাঞ্চকর ফাইনাল যুদ্ধে বাংলাদেশকে চার উইকেটে পরাস্ত করার পর ম্যাচের শেষে আবেগের অনেক প্রকার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া গেল।
ভারতীয় ক্রিকেটাররা যেমন শ্রীলঙ্কার পতাকা হাতে নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করতে থাকেন, তেমনই শ্রীলঙ্কার সমর্থকদের হাততালিতে গোটা স্টেডিয়াম গর্জে ওঠে। শ্রীলঙ্কার প্রত্যেক সমর্থকের চোখে-মুখে যেন খুশির ঝলক। বোঝাই যাচ্ছিল না এটা মুম্বই না কলম্বো। শ্রীলঙ্কার এক ক্রিকেট সমর্থক সুধীর গৌতমকে কোলে তুলে নাচতে শুরু করেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও শ্রীলঙ্কার জাতীয় পতাকা নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করতে থাকেন। অনেকে তো আবেগে কেঁদেও ফেলেছেন। মাঠে উপস্থিত প্রত্যেক দর্শক হাততালি দিয়ে ভারতের এই জয়কে স্বাগত জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pojDEx
March 19, 2018 at 05:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন