নয়াদিল্লি, ১০ মার্চঃ জল সংকটের তালিকায় উঠে এল ভারতের গুজরাট রাজ্যের নাম। রাজ্যের বেশিরভাগ মানুষ নর্মদা নদীর জলের ওপর নির্ভরশীল। কিন্তু এ বছর নর্মদা বাঁধে মাত্র ৩৯১৬ মিলিয়ন কিউবিক জল সঞ্চিত রয়েছে। যা গত ১৩ বছরে সর্বনিম্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে কৃষকদের গ্রীষ্মকালীন ফসল চাষ না করতে অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারিতে উল্লেখযোগ্য হারে জলতল নেমে যায়। বাঁধের জলধারণ ক্ষমতা প্রায় ৯ মিটার বাড়ানো সত্ত্বেও কী ভাবে এত জলসঙ্কট তৈরি হল তা নিয়ে জবাব দিতে পারেনি সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oZnYyV
March 10, 2018 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন