দুর্ঘটনায় আহত সামিকে দেখতে দিল্লি গেলেন হাসিন

কলকাতা, ২৭ মার্চঃ দুর্ঘটনায় আহত মহম্মদ সামিকে দেখতে দিল্লি গেলেন স্ত্রী হাসিন জাহান। মঙ্গলবার মেয়েকে নিয়ে সামিকে দিল্লিতে দেখতে যান তিনি। তার আগে কলকাতা বিমানবন্দরে হাসিন বলেন, ‘সামি প্রকাশ্যে ক্ষমা চাইলে আমি তাঁকে ক্ষমা করে দেব।’

হাসিন বলেন, ‘লড়াইয়ের জায়গায় লড়াই চলবে। কিন্তু, ও আমার স্বামী। ওর চোট লেগেছে তাই আমি ওকে দেখতে যাচ্ছি। মেয়েকে দেখে যেন ওর কষ্টটা কম হয় সেই চেষ্টাই করব।’

চলতি মাসের ২৫ দেরাদুন থেকে দিল্লি ফেরার পথে দুর্ঘটনা আহত হন মহম্মদ সামি। তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে ভরতি করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DY4tLA

March 27, 2018 at 02:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top