ঢাকা, ০৮ মার্চ- প্রধান কোচ ছাড়াই চলছে বাংলাদেশ দলের কার্যক্রম। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই খোঁজাখুঁজি পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এপ্রিলেই নাকি নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের পর পদত্যাগ করা হাথুরুসিংহের উত্তরসূরি খুঁজতে মাঝে সাক্ষাৎকারও নিয়েছে বিসিবি। যদিও ঘরের মাঠে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হয়েছে কোচ ছাড়াই। এমনকি শ্রীলঙ্কায় চলমান নিদাহাস ট্রফিতেও বাংলাদেশ গেছে ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের অধীনে। তবে খুব বেশি দিন আর কোচহীন থাকতে হচ্ছে না টাইগারদের। শ্রীলঙ্কায় তেমন ঘোষণাই দিয়েছেন পাপন। আরও পড়ুন: শামির পরকীয়া ফাঁস তাঁর স্ত্রীর বুধবার কলম্বোয় সংবাদমাধ্যমকে কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছেন, প্রধান কোচের ব্যাপারে সব ঠিকঠাক হয়ে গেছে। এপ্রিলের যে কোনও সময়ে কাজে যোগ দেবেন, সেটা প্রথম সপ্তাহেও হতে পারে। কে হতে যাচ্ছেন মাশরাফি-সাকিবদের নতুন কোচ? সেটা অবশ্য গোপনই রাখলেন নাজমুল, এই মুহূর্তে এটুকুই বলতে চাই। তবে নিশ্চিত করেছেন, নতুন কোচের প্রোফাইল বেশ ভারী। কোচহীন বাংলাদেশের পারফরম্যান্স মোটেও সুবিধার নয়। ঘরের মাঠেও টাইগাররা হেরেছে বাজেভাবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এই লঙ্কানদের বিপক্ষেই টেস্ট ও টি-টোয়েন্টিতে হার মানে স্বাগতিকরা। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৭:১৪/০৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ttaj7G
March 08, 2018 at 01:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন