আপনি কি আনুশকা পরী দেখে ফেলেছেন? আজই (শুক্রবার) মুক্তি পেয়েছে সিনেমাটি। বিরাট কিন্তু বৃহস্পতিবার রাতেই স্পেশাল স্ক্রিনিংয়েই দেখে ফেলেছেন আনুশকা এই ছবি। শুধু ছবিটি দেখে ফেলাই নয়, ইতিমধ্যেই ছবিটি দেখে আনুশকা প্রশংসায় পঞ্চমুখ বিরাট। পরী দেখে নিজের টুইটার হ্যান্ডেলে এটাকে আনুশকা জীবনের সেরা কাজ বলে বর্ণনা করেছেন বিরাট। বিরাটের কথায় এটা তার দেখা অন্যতম সেরা ছবি। সিনেমাটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম তবে শেষপর্যন্ত সিনেমাটা দেখে আনুশকার প্রতি আমার গর্বই হচ্ছে। বিরাটের করা টুইটের পাল্টা রি-টুইট করেছেন হাজারেরও বেশি মানুষ। লাইক করেছেন প্রায় সাড়ে ৭ হাজার জন। প্রসঙ্গত, এর আগে পরীর পোস্টারও শেয়ার করেছিলেন বিরাট। আনুশকা শর্মা ও তার ভাই কর্ণিশ শর্মার যৌথভাবে খোলা প্রোডাকশন হাউসের প্রযোজনাতেই তৈরি হয়েছে এই ছবি। আনুশকার পরীতে রয়েছেন দুই বাঙালি অভিনেতা, অভিনেত্রী। রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ইতোমধ্যেই ফিল্ম সমালোচকরা পরী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তবে পরীতে আনুশকার পারফরম্যান্সে মুগ্ধ সবাই। এদিকে পাকিস্তানে পরী নিষিদ্ধ ঘোষণা করেছে সেদেশের সেন্সর বোর্ড। পাকিস্তানের দাবি, পরী ইসলাম বিরোধী। সূত্র: জাগো নিউজ২৪ আর/১০:১৪/০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FcQ8wl
March 03, 2018 at 05:04AM
03 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top