মেয়ের জন্মদিনে অনেক গোপন কথা বললেন মহেশ ভট্ট

মুম্বই, ১৫ মার্চঃ আজ অভিনেত্রী আলিয়া ভট্টের ২৫তম জন্মদিন। মেয়ের জন্মদিনে বাবা মহেশ ভট্ট মুখ খুললেন বাবা-মেয়ের রসায়ন নিয়ে। ছোট মেয়ে সম্পর্কে বলতে গিয়ে গর্বে বুক ফুলে ওঠে তাঁর।

জন্মদিনে মেয়ে সম্পর্কে বলতে গিয়ে মহেশ এক গোপন কথা জানালেন সকলকে। আলিয়া তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মুক্তির পর ২০১২ সালে বাবাকে অটোগ্রাফ দিয়ে বলেছিলেন, ধন্যবাদ বাবা, আমাকে এতটুকুও সাহায্য না করার জন্যে। পরিচালকের কথায় ‘আলিয়া ইজ অ্যা সেল্ফ মেড পার্সন’, আর সেটাই বাবা হিসেবে তাঁর গর্ব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2phw1Gn

March 15, 2018 at 04:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top