গুগল ডুডলে আনন্দী গোপাল জোশী

নয়াদিল্লি, ৩১ মার্চঃ ডুডলের মাধ্যমে শনিবার গুগল সম্মান জানাল ভারতের প্রথম মহিলা ডাক্তার আনন্দী গোপাল জোশীকে।আজ আনন্দী গোপাল জোশীর ১৫৩তম জন্মদিন।

১৮৬৫ সালের ৩১ মার্চ মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। স্বামী গোপালরাও জোশীর অনুপ্রেরণায় সম্ভবত প্রথম ভারতীয় মহিলা হিসাবে আমেরাকার মাটিতে পা রাখেন। ডাক্তারিতে ডিপ্লোমা নিয়ে দেশে ফেরেন ১৮৮৬ সালে। তাঁর স্বপ্ন ছিল দেশে মহিলাদের জন্য মেডিকেল কলেজ করার। ১৮৮৭ সালে ২২ বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GCjgBd

March 31, 2018 at 11:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top