কলম্বো, ১৭ মার্চ- ম্যাচের টানটান উত্তেজনায় কাণ্ড করে বসেছিলেন আম্পায়ার। উদানার বলে লেগ আম্পায়ার নো দিলেও তাতে সাড়া দেননি। আর তেমনই মুহূর্তে উত্তেজিত সাকিব চলে আসেন মাঠের বাউন্ডারি লাইনে। এমন অনৈতিক সিদ্ধান্ত যে মেনে নিতে পারছিলেন না। রাগত ভঙ্গিতেই দলকে বেরিয়ে আসতে বলেছিলেন। যদিও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায় সবার মধ্যস্থতায়। তবে দলনায়ক হিসেবে এমনভাবে মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে অনুতাপ প্রকাশ করেছেন চোট কাটিয়ে ফেরা অধিনায়ক। ম্যাচের পর সাকিব আল হাসান কথা বললেন এভাবেই, টি-টোয়েন্টি খেলায় এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক না। প্রতি মুহূর্তেই উত্তেজনা, আবেগ। মাঝে মাঝে আবেগ চড়ে বসে। তবে দলের অধিনায়ক হিসেবে সতর্ক থাকবো। পরবর্তী সময়ে আমি আরও সতর্ক থাকবো। মাঠে সব সময়ই আমরা শক্ত প্রতিযোগী। তবে বাইরে কিন্তু আমরা সবাই বন্ধু। এমন জয়ের মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কাকেই কৃতিত্ব দিয়েছেন সাকিব! তার মতে, কৃতিত্ব দিতে গেলে শ্রীলঙ্কাকেই দিতে হয়। ওরা দ্রুত ৫ উইকেট হারিয়ে বসে খেই হারিয়ে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা স্নায়ুর চাপে খেই হারাইনি। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ১২:১০/ ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HGQHzr
March 17, 2018 at 06:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন