কলকাতা, ০২ মার্চ- এতদিন ছিল সিআইডি৷ এবার যুক্ত হতে চলেছে আবগারি দফতরও৷ ফলে তদন্তের সাঁড়াশি চাপে আরও জেরবার পরিস্থিতিই আগামিদিনে অপেক্ষা করে রয়েছে ভারতী ঘোষের জন্য৷ গত বছরের শেষে যেদিন তাঁকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেদিন থেকেই চাপে ভারতী ঘোষ৷ এর পর সময় যত এগিয়েছে ক্রমশ চাপ বেড়েছে ভারতীর উপর৷ তিনি পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে গা ঢাকা দিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে সিআইডি তদন্ত৷ রাজ্য পুলিশের তাঁর ঘনিষ্ঠ একাধিক অফিসারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ ভারতীর স্বামী এমএভি রাজুকে জেরা করছে৷ এদিকে সিআইডির বিরুদ্ধে প্রতিহিংসার তত্ত্ব খাড়া করে সরব হয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ৷ বারবার অডিওবার্তায় সেই অভিযোগ তুলেছেন৷ কিন্তু তাতে তদন্ত আটকায়নি৷ বরং তদন্তের গতি আরও বেড়েছে৷ ভিনরাজ্যে সিআইডির অভিযানও চলছে ভারতী ঘোষের খোঁজে৷ ফলে এর জেরে আগে থেকেই চাপে ভারতী৷ এবার সেই চাপ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ কারণ, আবগারি দফতর এবার ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্তে নামছে৷ আর এই কাজ তারা শুরু করছে আদালতের নির্দেশে৷ কেন এই তদন্ত? সূত্রের খবর, ভারতী ঘোষের মাদুরদহের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার হয়৷ সেই মদ-মামলাতেই ভারতীর বিরুদ্ধে তদন্ত শুরু করছে আবগারি দফতর৷ আরও পড়ুন: ত্রিপুরায় বামেরা জিতলে খুশি হবেন মমতা, বিধানসভায় জানালেন মনের কথা ফলে প্রশ্ন উঠছে, ওই মদ কি তবে বেআইনিভাবে রাখা হয়েছিল? কারণ, বৈধভাবে কেনা হলে কেন মদের উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশ দেবে আদালত৷ তবে আবগারি দফতর সূত্রে খবর, বৈধভাবে কেনা হলেও বাড়িতে মদ মজুত রাখার নির্দিষ্ট মাপকাঠি আছে৷ সেই মাপকাঠি পেরিয়ে গিয়েছিল কি না, তাই খতিয়ে দেখা হবে ওই তদন্তে৷ সূত্র: কলকাতা২৪*৭ আর/১০:১৪/০২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HZFyL5
March 03, 2018 at 05:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন