সুরমা টাইমস ডেস্ক:: ‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’ এই স্লোগানকে কেন্দ্র করে গতকাল সোমবার (২৬শে মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে মিস্টার বাংলাদেশ সিনেমার ট্রেইলার। এখানে দেখা যাচ্ছে দেশের পতাকার মান রক্ষা করতে জঙ্গিবাদ নির্মুলে নেমেছে মিস্টার বাংলাদেশ।
প্রেম, ভালোবাসা, পরিবারের গল্প ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের দৃশ্য উঠে এসেছে এখানে।
জঙ্গিবাদ নিয়ে আবু আকতারুল ইমান নির্মাণ করেছেন ‘মিস্টার বাংলাদেশ’। তিনি বলেন, ‘সিনেমাটি দেখে একজনও যদি জঙ্গিবাদ থেকে ফেরত আসে তাহলে তা আমাদের সফলতা। কাউকে আনতে না পারলে তা হবে আমাদের ব্যর্থতা।’ ট্রেলার প্রকাশ উপলক্ষে বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইমান।
রোববার বিকেলে এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমি অ্যাকশন ছবি পছন্দ করি। তবে ছবির ট্রেইলার দেখে মনে হয়েছে এর মধ্যে গভীর কোনো বার্তা আছে। দানবের নয় মানবের সমাজ গড়তে ভূমিকা পালন করবে ছবিটি।’
একই প্রসঙ্গে প্রযোজক খিজির হায়াত খান বলেন, ‘হলি বেকারি হামলায় আমার এক বন্ধু মারা যায়। আমার কিছু বন্ধু আছে যারা অন্ধকার জগতে চলে গেছে। ওইরকম একটা সময়ে কিছু একটা করার পরিকল্পনায় সিনেমাটি করা। সমস্যা যদি কেউ করে তাহলে তা যেন পিছন থেকে না করে সামনে থেকে করে।’
দুবছর ধরে সিনেমাটির সকল পরিকল্পনা। গতবছরের শেষে শুরু করে এ ফেব্রুয়ারিতে শুটিং শেষ হয়।
একজন সৈনিক, প্রেমিক, পিতা, বিদ্রোহী ও দেশপ্রেমিক ‘মিস্টার বাংলাদেশ’- ভূমিকায় খিজির হায়াত খান। এতে শানারই দেবী শানু, টাইগার রবি, শামীম হাসান সরকার, মেরিয়ান ও শাহরিয়ার সজিবও অভিনয় করেছেন। সিনেমাটিতে জার্নি কেমন ছিল, তা নিয়ে বললেন তারা।
টাইগার রবি বলেন, ‘অনেক দুর্গম এলাকায় শীতকালে জঙ্গলে কাজ করতে হয়েছে। কোনপ্রকার প্রটেকশন ছাড়া গাজীপুর ও কক্সবাজারে শুটিং করেছি।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘মিস্টার বাংলাদেশ’। প্রযোজকের পরিকল্পনা ছিল হলি আর্টিজেন হামলার তারিখ ১ জুলাইয়ে মুক্তি দেবার। তবে ওই মাসেই মুক্তি পাবে, কিন্তু বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IWmbTt
March 27, 2018 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন