ডিএইচআর পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান

শিলিগুড়ি, ২০ মার্চঃ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হাতে থাকা টয়ট্রেনের হাল-হকিকত খতিয়ে দেখতে এলেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহার। মঙ্গলবার সকালে এনজেপি থেকে সুকনার মিউজিয়াম পরিদর্শনের পর তিনি রংটং হয়ে তিনধারিয়া যান। সেখানে ডিএইচআরের ওয়ার্কশপ ঘুরে দেখবেন তিনি। তিনধারিয়া থেকে কার্সিয়াং গাড়িতে গিয়ে আবার স্টিম ইঞ্জিনের টয়ট্রেনে দার্জিলিং যাবেন চেয়ারম্যান। এরই মাঝে তিনি টয়ট্রেনের ভাড়া কমানো নিয়ে পর্যটন ব্যবসায়ীদের দাবির কথা শোনেন। রেলসূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান।

ছবিঃ রেলকর্তাকে নিয়ে পাহাড়ের পথে টয়ট্রেন।–রাহুল মজুমদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IzN67o

March 20, 2018 at 10:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top