নয়াদিল্লি, ২২ মার্চঃ শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার পুরো খরচ বহন করবে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে একথা জানানো হয়। আগে শহিদদের সন্তানদের পড়াশোনার জন্যে প্রতিমাসে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ দেওয়া হত। এখন এই নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে দেওয়া হচ্ছে।
তবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কিংবা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা সৈনিক স্কুল পড়ে তারাই এই খরচ পাবে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তারা এই প্রকল্পের আওতায় আসবে না।
সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা সব বিভাগই এই নিয়মের আওতায় আসবে।
এর মাধ্যমে সশস্ত্র সেনা বাহিনীর আধিকারিক এবং যাঁরা আধিকারিক নন তাঁদের প্রত্যেকের পরিবার, দেশের জন্যে কাজ করতে গিয়ে যাঁরা নিখোঁজ, শহিদ অথবা যুদ্ধে যাঁরা কোনওভাবে অক্ষম হয়ে গিয়েছেন তাঁদের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিল কেন্দ্র সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GbsEeD
March 22, 2018 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন