ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি তরুণী

নদিয়া, ১৭ মার্চঃ ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক বাংলাদেশি তরুণী। নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়ার ঘটনা। ঘটনায় ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ১৮ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য বাবার সঙ্গে ভারতে আসে ওই তরুণী। এরপর নদিয়ার দত্তপুলিয়া এলাকায় পিসির বাড়িতে উঠেছিল ওই তরুণী এবং তাঁর বাবা। গত ২ মার্চ পিসির বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী। বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়ের সন্ধান না পেয়ে বাংলাদেশ ফিরে যান তার বাবা। অভিযোগ, নিখোঁজ হওয়ার পর ভারতের একটি নম্বর থেকে বাংলাদেশে এক আত্মীয়কে নাকি ফোন করে ওই তরুণী জানিয়েছিল, তাকে ভারতে কোথাও আটকে রাখা হয়েছে।

পরিবারের অভিযোগ, তরুণী যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বরে বহুবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ১০ মার্চ মেয়ের খোঁজে ফের ভারতে ফিরে আসেন তরুণীর বাবা। গত বৃহস্পতিবার ধানতলা থানায় লিখিত অভিযোগ জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tUVZoT

March 17, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top