নয়া দিল্লী, ২৩ মার্চ- অবশেষে সুখবর এলো ভারতীয় পেসার মোহম্মদ শামির জন্য। তার স্ত্রী হাসিন জাহানের ম্যাচ পাতানোর অভিযোগের সত্যতা পায়নি নীরজ পান্ডের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর অনুযায়ী, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় বোর্ডের চুক্তিতেও ফেরানো হচ্ছে শামিকে। বোর্ডের বি-গ্রেড (৩ কোটি)-এ ফেরানো হচ্ছে তাকে। আরও পড়ুন: বাংলাদেশকে ভয় পায় অস্ট্রেলিয়া? প্রসঙ্গত, বোর্ডের তদন্তে মুক্তি পাওয়ায় আইপিএলে শামির খেলা নিয়ে যাবতীয় সংশয়ও কেটে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, ভারতীয় দলের পেস বোলার শামির বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী হাসিন জাহান। তার অভিযোগ ছিল, ম্যাচ পাতানোর জন্য লন্ডনের ব্যবসায়ী মোহম্মদ ভাইয়ের থেকে টাকা নিয়েছেন শামি। শুধু তাই নয়, মোহম্মদ ভাই না কি আলিশবা নামের পাকিস্তানি তরুণীকে দিয়ে সেই টাকা শামির হাতে পৌঁছে দিয়েছেন। যদিও, ম্যাচ পাতানোর যাবতীয় অভিযোগই অস্বীকার করেছিলেন শামি। এমনকি, হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেনেমোহম্মদ ভাই এবং আলিশবাও। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2udkopJ
March 23, 2018 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top