হোটেল, রেস্তোরায় সরবরাহ হচ্ছে মরা মুরগি

বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা), ১৭ মার্চ মরা মুরগি সরবরাহ করা হচ্ছিল হোটেল বা রেস্তোরাগুলিতে। বেশ কয়েকবছর ধরে এই ব্যবসা চলছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার আরশুলা গ্রামের একটি দোকানে। পুলিশ সেই দোকানে হানা দিয়ে উদ্ধার করে প্রচুর মরা মুরগি। অভিযুক্ত ব্যবসায়ী মনিরুল পলাতক। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি অনেকদিন আগে থেকেই জানতেন। শুক্রবার স্থানীয় কয়েকজন যুবক মরা মুরগির ব্যাবসা বন্ধের দাবিতে সরব হলে খবর পৌঁছায় পুলিশের কাছে। পুলিশ এসে হানা দেয় মনিরুলের দোকানে। সেখান থেকে প্রচুর মরা মুরগি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম দামে মরা মুরগি এনে তারপর তা সরবরাহ করা হত পার্শ্ববর্তী এলাকার রেস্তোরা বা হোটেলগুলিতে। এমনকী কলকাতার বিভিন্ন হোটেলেও মরা মুরগি সরবরাহ করা হত বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HIuqBb

March 17, 2018 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top