আহমেদাবাদ, ১২ মার্চঃ ২০ দিনের এক শিশুর পেটে অস্ত্রোপচার করে বের করা হল ৭৫০ গ্রামের অপরিণত এক ভ্রূণ।
আহমেদাবাদের এক বেসরকারি হাসপাতালে হয়েছে এই অপারেশন। ১০ দিনের শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার পেটে অস্বাভাবিক রকমের ফোলা ছিল। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, বিরল এক রোগে ভুগছে শিশুটি। যার ডাক্তারি নাম রেট্রোপেরিটোনিয়াল ম্যাচিওর টেরাটোমা। এই রোগে সদ্যোজাতের পেটে অপরিণত ভ্রূণের অবস্থান লক্ষ করা যায়।
ডাক্তারি ইতিহাসে এমন ২০০ টি কেস রয়েছে। শিশুটি এখন সুস্থ রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FOji8m
March 12, 2018 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন