সাউদির পাঁচ উইকেট, ইংল্যান্ডকে টানছেন বেয়ারস্টো

ক্রাইস্টচার্চ, ৩০ মার্চঃ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের গুটিয়ে যাওয়ার স্মৃতি বেশ টাটকা এখনও। সেই বিপদ কাটিয়ে না উঠতেই আরও একবার বড়ো বিপদে পড়তে যাচ্ছিল ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল জো রুটের দল। সেখান থেকে দলকে রক্ষা করেছেন জনি বেয়ারস্টো। তার ব্যাটে ভর করেই ৮ উইকেটে ২৯০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন বেয়ারস্টো (অপরাজিত ৯৭) এবং জ্যাক লিচ (অপরাজিত ১০)।

শুক্রবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু কিউয়ি পেসারদের দাপটে  শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথমদিনই ৫ উইকেট তুলে নেন টিম সাউদি (৫-৬০)। তাঁকে দারুন সাহায্য করেন অপর পেসার ট্রেন্ট বোল্টও (৩-৭৯)।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E8rRGj

March 31, 2018 at 12:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top