সবচেয়ে সুখের শহর হায়দরাবাদঃ সমীক্ষা

হায়দরাবাদ, ২১ মার্চঃ মানুষ সবচেয়ে সুখী থাকে হায়দরাবাদে৷ মেরসের কোয়ালিটি অফ লিভিং রেটিং ২০১৮ একটি তালিকা প্রকাশ করেছে৷ সেখানে শীর্ষে রয়েছে হায়দরাবাদের নাম৷ ক্লাইমেট ও তুলনামূলক কম অপরাধ সিটি অফ পার্লকে এই স্থানে ধরে রেখেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পুনে৷ গত ৪ বছর ধরে এক নম্বর স্থান ধরে রেখেছে হায়দরাবাদ৷ গত ২ বছরে ক্রমাগত উন্নয়নের জেরে পুনে লাফিয়ে তালিকার ওপরে চলে আসছে৷ ভালো হাউজিং ফেসিলিটি, জিনিসপত্র ও আন্তর্জাতিক মানের এমপ্লয়িদের জন্য তালিকায় এগিয়ে পুনে৷ এবছর পুনে বছর তিন ধাপ এগিয়ে এসেছে৷ বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, মুম্বই ও দিল্লির মধ্যে পুনে ও হায়দরাবাদই শীর্ষে রয়েছে৷

তালিকায় সবচেয়ে নীচে নয়াদিল্লি৷ গত ৩ বছর ধরে একই স্থানে রয়েছে রাজধানী৷ এর প্রধান কারণ নিরাপত্তা, ট্রাফিক ও আবহাওয়া।

জানা গিয়েছে, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর জীবনযাত্রার মানও অনুন্নত। পুনে ও হায়দরাবাদে যে টেকনোলজি হাবগুলি হচ্ছে, বাকি মেট্রো শহরগুলি সেই তুলনায় পিছিয়ে পড়ছে৷ সারা বিশ্বের শহরগুলির মধ্যে হায়দরাবাদ ও পুনে রয়েছে ১৪২তম স্থানে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DKj7WF

March 21, 2018 at 06:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top