তিস্তা-তোর্সা এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা

মালদা, ২৪ মার্চঃ চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। শুক্রবার রাতে আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের এস ৪ নম্বর সংরক্ষিত কামরায় বহিরাগত দুষ্কৃতীদের হামলায় আহত হলেন ওই কামরার তিন যাত্রী। অভিযোগ, মালদা স্টেশন থেকে ওই কামরার ৭ নম্বর বার্থ দখল করে বসেছিল ৪ যুবক। বার্থটি সংরক্ষিত ছিল জ্যোতির্ময় হালদার নামে এক যুবকের নামে। তিনি ওই যুবকদের বার্থ থেকে উঠে যেতে বলেন। এনিয়ে শুরু হয় বচসা। ট্রেন ভালুকা স্টেশনে আসলে ওই যুবকদের সঙ্গে আরও ২০-২৫ জন কামরায় উঠে তাণ্ডব চালায়। জ্যোতির্ময়কে মারধরও করে তারা। বাধা দিতে গেলে আহত হন নন্দিনী ঘোষ ও রবিউল ইসলাম নামে আরও দুই যাত্রী। ট্রেন ছেড়ে দেওয়ায় তারা ট্রেন থেকে নেমে যায়। পরে শিলিগুড়ি জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যাত্রীরা।

সংবাদদাতাঃ পার্থ দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G7B2IK

March 24, 2018 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top