কর্নাটকে ভোট ১২ মে, গণনা ১৫ মে

নয়াদিল্লি, ২৭ মার্চঃ কর্নাটকে বিধানসভা নির্বাচন ১২মে থেকে। ভোট গণনা ১৫মে। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। ২২৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ হবে ৫৬ হাজার কেন্দ্রে। ৪৫০টি ভোট কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। ইভিএমের সঙ্গে থাকবে ভিভিপ্যাটও।

নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ১৭ এপ্রিল। প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২৪ এপ্রিল থেকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল। ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১২২টি আসনে জিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এবং জেডিএসের রয়েছে ৪০টি করে আসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G9UB7l

March 27, 2018 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top