মুম্বই, ২০ মার্চঃ মুম্বই সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন স্টেশন ও লাইনে বসে অবরোধ দেখাচ্ছে তরুণ পড়ুয়ারা। মঙ্গলবারা সকাল ৭টা থেকে থেকেই এই অবরোধ। ট্রেন চলাচল সম্পূর্ণ বিঘ্নিত, সমস্যায় নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, রেলে চাকরি সহ একাধিক ইশ্যুতে আজকের এই অবরোধ।
নেতৃত্ব দিচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেনটিশিপ স্টুডেন্ট সংগঠনের সদস্যরা। অবরোধ করা হয়েছে সেন্ট্রাল লাইনের মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বেস্ট বাস পরিষেবা দাদার এবং মাতুঙ্গা স্টেশন থেকে বিশেষ বাস চালানোর কথা ঘোষণা করেছে।
বারবার মুম্বই শাখার ডিআরএম-এর কাছে দরবার করেও কোনও ফল হয়নি বলে আজকের এই অবরোধ। রেলমন্ত্রী পীযূষ গোয়েল চাকরির প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ করবেন বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pq6Phe
March 20, 2018 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন