বাইরের কাজে আপত্তি, গৃহবধূর শিরচ্ছেদ করল শ্বশুর

জয়পুর, ১৬ মার্চঃ ৩২ বছরের এক গৃহবধূর শিরচ্ছেদ করল শ্বশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়াড়ে। সূত্রের খবর, বৃহস্পতিবার ওই মহিলা আলোয়াড়ের শাহজাহানপুর গ্রামের একটি কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর শ্বশুর তরোয়াল নিয়ে তাঁর শিরচ্ছেদ করে। ঘটনার সময় কোনও পথচারি সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, উমা নামে ওই মহিলা তাঁর স্বামী মুকেশ রাজপুত এবং দুই সন্তানের সঙ্গে ওই গ্রামে থাকতেন। অভিযুক্ত মামরাজ হল মুকেশের বাবার বড়ভাই। পরিবারের খরচ এবং সন্তানদের পড়াশোনার জন্য স্বামী-স্ত্রী দু’জনেই রোজগার করতেন। যদিও উমার কাজ করা পছন্দ ছিল না মামরাজের। উমাকে প্রায়ই মামরাজ তাঁর বাইরে কাজ করা নিয়ে কথা শোনাত। এদিকে নিজে কোনও কাজ না করে জমি এবং সম্পত্তি বিক্রি করত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FLxMCY

March 16, 2018 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top