কলকাতা, ৮ মার্চঃ ভারতী ঘোষের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে সিআইডি। সূত্রের খবর, প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে যে টাকার বদলে চুরি যাওয়া সোনা ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তার বিশদ তদন্তের জন্যই আদালতের সাহায্য নিতে চাইছেন সিআইডির গোয়েন্দারা। এর ফলে ভারতী ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪.৫ কোটি টাকা কোথা থেকে এসেছে, কোন ব্যাংক বা সংগঠনের মাধ্যমে তা এসেছে, তার সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে পারা যাবে বলে মনে করছেন গোয়েন্দারা। উল্লেখ্য, এক ব্যবসায়ীর করা অভিযোগের ভিত্তিতে ভারতী ঘোষের মাদুরদহ ও নাকতলা ফ্ল্যাটে অভিযান চালায় সিআইডি। উদ্ধার হয় টাকা ও এক কিলোরও বেশি ওজনের গয়না। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে চারজনই ভারতী ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক। ভারতীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনও তাঁকে নাগালে পায়নি সিআইডি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D9FPat
March 08, 2018 at 11:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন